নিজের অজান্তে এতটা কষ্ট দিতে পারেন অন্যকে কোনদিনও হয়তো জানবেন না এ সত্যটা কে। অন্যের কষ্টের মাঝে যদি নিজের সুখ নিহিত থাকতো তাহলেও একটা কথা ছিল । কিন্তু আপনি কখনোই যেমন জানেন না যে শ্রোতা কতটুকু সহ্য করতে পেরেছে, ঠিক তেমনি জানেন না কতটুকু আপনি দিতে পেরেছেন। যার যা সামর্থ্য তাকে তার সমপরিমাণ বোঝাই বহন করতে হয়, অতিরিক্ত কষ্ট পেলে বিনিময়ে আমিও আপনাকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দিতে পারি।
আর্থিক স্বচ্ছলতা মানুষের জীবনে এতটা কি আকাঙ্ক্ষিত ? ভালোবাসাকে তুচ্ছ করতে শেখায় । প্রত্যেকটা মানুষ সুন্দর স্বপ্ন দেখতে ভালোবাসে, দেখতে চায় তার সুন্দর চারপাশ, সাজানো বাগান , পরিপাটি বিছানা, পরিষ্কার মেঝে , সচ্ছলতা আহার, তারা চারপাশে তার প্রশংসা অগণিত মুগ্ধ মুখ। স্বপ্ন দেখতে সবাই ভালবাসে ,আমিও। কিন্তু বড় ভয় হয়, স্বচ্ছলতা, যদি নৈতিকতাকে আমার, নৈতিকতাকে হরন করে ,তাই টাকার পিছনে নীতিকে দলিয়ে ছুটতে পারি না।