প্রচলিত ভূলের উল্লে্খ পূর্বক দাবা খেলার নিয়ম। ২০২8 এও প্রয়োজনীয়।
বিশ্ব দাবা ফেডারেশন বা ফিদে কর্তৃক নির্ধারিত দাবা খেলার নিয়ম-কানুন এই খেলায় প্রয়োগ করা হয়। স্বীকৃত দাবা প্রতিযোগিতাগুলো ফিদে হ্যাণ্ডবুকে বর্ণিত নিয়মে পরিচালিত হয়। দাবা খেলার নিয়ম:
- স্পর্শ-চাল,
- ঘড়ি ও সময়ের মানদণ্ড
- অন্যান্য
ডাবা খেলার কৌশল বা দাবা খেলার নিয়ম সম্পর্কে নিচে আরো বিস্তারিত আলোচনা করা হবে। কিছুসংখ্যক অনলাইন গ্রাহকদের মত ভুল করে দাবা খেলার জায়গায় ডাবা খেলা লেখাটা অনেকটাা ইচ্ছে করেই বলতেে পারেন।অনলাইনে দাবা সম্পর্কিত প্রশ্ন খুঁজতে গিয়ে যা আমার চোখে পরলো, দাবা খেলার ধর্মীয় বৈধতা, কৌশল ও দাবা খেলার নিয়ম-কানুন নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন ও জিজ্ঞাসা আছে, যেমন:
- দাবা খেলা ইসালামে কেন হারাম?
- আমি কি করে আরও নিপুণ ভাবে দাবা খেলতে সক্ষম হব?
- দাবা খেলার জন্ম কি ভারতে হয়েছিল?
- কীভাবে দাবা খেলতে হয়? দাবা খেলার নিয়ম-কানুন কী?
সবার শেষ প্রশ্নটা আর যেটা বেশিরভাগ মানুষেরই জিজ্ঞাস্য তা দিয়ে শুরু করলাম। দাবা খেলার নিয়ম-কানুন।
দাবা খেলা শুরুর ভুল সম্পর্কে গুণী প্লেয়ারের মন্তব্য:
এ প্রসঙ্গে আমাদের(বাংলাদেশের) একজন গুণী দাবা প্লেয়ার জিয়াউর রহমান(বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার) তার মন্তব্যে এভাবে লিখেছেন- উৎস প্রথম আলো:
“শুরুতেই আপনাকে শিখে নিতে হবে নিয়মকানুনগুলো। দাবায় গাণিতিকভাবে হাজারো সম্ভাবনা হলেও মূল নিয়ম কিন্তু খুব অল্প। আমাদের দেশে অধিকাংশ মানুষ দাবা খেলতে জানে। চায়ের দোকানে কিংবা ধানখেতেও আমি দাবা খেলতে দেখেছি। কিন্তু কীভাবে কীভাবে যেন অল্প কিছু নিয়মকানুনের মধ্যেও দু-একটা ভুল ধারণা ঢুকে গেছে। যেমন:”

- খেলার শুরুতে দুটো ভিন্ন ভিন্ন সৈন্য একই সঙ্গে চাল দেওয়া যাবে। আসলে এমন কোনো নিয়ম নেই। তাই আসল নিয়মগুলো আপনাকে শিখতে হবে।


- অনেককেই দেখি ক্যাসলিং বোঝেন না। অথচ ক্যাসলিং খুব গুরুত্বপূর্ণ একটা চাল, যেকোনো লেভেলে দাবা খেলার জন্য।

- রাজার চাল নেই মানে হেরে যাওয়া। চেক দেয়া অবস্থায় না থাকলে, রাজার চাল নেই মানে খেলা ড্র, হেরে যাওয়া নয়। এটাকে বলে স্টেলমেট।
- রাজা ছাড়া আর কোন ঘুটি নেই যখন, তখন রাজা ১৬ চাল দিতে পারলে খেলা ড্র হবে। সঠিক নিয়ম হলো, রাজা ছাড়া অন্য ঘুটি থাক বা না থাক, ১৬ চাল দেয়ার সাথে খেলা ড্র হবার কোন সম্পর্ক নেই।
- যে চালে সৈন্য শেষের ঘরে যাবে, তার পরের চালে মন্ত্রী/হাতি/নৌকা/ঘোড়া উঠানো যাবে। দাবা খেলার নিয়ম- এক চাল অপেক্ষা করতে হয় না। সাথে সাথেই পাওয়ার ঘুটি উঠে যাবে।
দাবা গেমে গুটি পরিচালনা:


When chess is inspirational or life changing?
দাবা খেলার কথা যখন উঠে বাংলা এবং ইংরেজী নিচের শব্দগুলোর প্রতি আমার এবং অনলাইনে খোঁজ করতে দেখা যায়।
DABA, দাবা, CHESS BOARD, দাবা বোর্ড, ডাবা খেলা, CHESS BASIC RULES, দাবা খেলার নিয়ম, CHESS OPENING, DABA KHELAR NIOM, daba khelar niyom in bengali, দাবা খেলার আইন কানুন, daba khela niyam, দাবা খেলার সূত্র, CHESS TUTORIAL FOR BEGINNERS,দাবা খেলায় জেতার কৌশল, WINNING CHESS TACTICS, BEST CHESS BOOK, CHESS ONLINE, দাবা খেলার সফটওয়্যার, LIVE CHESS, CHESS FREE, CHESS NOTATION, BOBY FISCHER TEACHES CHESS, CHESS CLUB.
দাবার ব্যাপারে মজার এবং আমার ছোটবেলার একটা গল্প বলি আপনাদের। স্কুলে জীবনে আমি মধ্যম ঘোচের স্টুডেন্ট ছিলাম, কিন্তু সেই তখন থেকেই দাবা খেলার ছিলাম পটু। খেলার ছিলাম মানে ,আমি খেলতে খুব পছন্দ করতাম কিন্তু জাতীয় পর্যায়ে খুব একটা ভালো জায়গায় যে পৌঁছেছি এমনটা কিন্তু না ।
এলাকায় অবশ্য একটা সুপরিচিতি ছিল ভালো দাবাড়ু প্লেয়ার হিসেবে।
প্রসঙ্গত, অন্য যেকোনো কাজে আমি যখন ব্যর্থ প্রমাণিত হয়, আমি নিজেকেই নিজে প্রণোদিত করি এই ভেবে “আমিতো দাবাটা ভালো পারি, আমারতো মেধা আছে, চেষ্টা করলে কাজটাও ভালোভাবে করতে পারব”। আশা ছাড়ি না, চেষ্টাই, চেষ্টায় কাজটাকে সফল করে তুলি।
দাবা খেলার কম্পিউটার সফটওয়্যার।
এখনও আমার বেশ মনে আছে প্রথম বাসায় কম্পিউটার টা কিনেছিলাম দাবা খেলার জন্য। অনেক অনেক দিন আগের কথা তখন ঘরে ঘরে কম্পিউটার ছিলনা , স্মার্ট ফোনটাও এত ব্যবহৃত হতো না। তখনো তো আমার দাবায় পটু কারো সাথে খেলতে ইচ্ছে করতো।
এমনটা হয়েছে কখনও কখনও, অনেক রাত হয়ে গিয়েছে ,আমি বাসায় ফিরছি না , বাসার লোকজন আমাকে খুঁজতে বের হয়ে গিয়েছে। ছেলেটা তো সহজ-সরল, কারো আগে পিছেও নেই কিন্তু , চিন্তার সীমারেখা পরিবারের সবার, তাহলে কি হলো?
সেই একটাই পাগলামি নতুন কারো সাথে যে খেলতে হবে, যাচাই করে নিতে হবে নিজের মেধা টাকে।
সেই কম্পিউটার আজ আমার জীবনটাকে অনেকটাই পরিবর্তন করে দিয়েছে, হয়তো খেলাটাকে অতটা না?কিন্তু এখনো আমি মাঝে মাঝে আত্মবিশ্বাসী হয়ে উঠি যখনই কোনো বিফলতা ঘিরে ধরে আমায়, “আমি তো ভালো দাবা খেলি”। আমার কাছে দাবা মানে আত্মবিশ্বাস, নিজেকে ফিরে পাওয়া। আর আপনার?
তাই যাদের কাছে দাবা টা আত্মবিশ্বাসের, নিজেকে ফিরে পাবার, তাদের জন্য দাবার নিয়ম কানুন গুলো ঠিকঠাক জেনে খেলাটা নিতান্তই জরুরি, তাই নয় কি?
দাবা খেলার নিয়ম-সমূহ রপ্ত করতে সাধারণ কিছু জিজ্ঞাসা।
শুরুতে কিন্তু আমি বলেছি আমি দাবাটা যে খুব একটা ভালো খেলি এমনটা না । তারপরও এ লেখাটা লেখার পেছনের কারণ হলো অনলাইনে বাংলা ভাষায় দাবার উপরে খুব একটা ভাল গোছানো রিসোর্স আমি পাইনি।
প্রাথমিকভাবে আমি চেষ্টা করব সাধারণ কিছু নিয়ম কানুন যেগুলো খেলার জন্য খুবই জরুরী সে রেফারেন্সগুলো আপনাদের সামনে তুলে ধরার।
বেশিরভাগ ক্ষেত্রে আমি রেফারেন্স লিংক দেবো যাতে মূল রিসোর্স সম্পর্কে আপনার জেনে, ভাল করে শিখে, বুঝে নিতে পারেন। এ আলোচনায় আপনারা যা পাবেন:
- কীভাবে আমি দাবায় ভালো করতে পারি?
- দাবা খেলার বই
- দাবা খেলার বাংলা বই
- মনোবিজ্ঞান বিষয়ক বই pdf download
- দাবা খেলার বই download pdf
- দাবা খেলার নিয়ম pdf download
- দাবা খেলার সফটওয়্যার
- দাবা টুনামেন্ট এবং পুরষ্কার জেতা
- দাবা খেলার কৌশল pdf
- দাবার সর্বোচ্চ খেতাব এবং রেটিং পদ্ধতি
- দাবা ব্যক্তিত্ব
- কয়েকজন গ্র্যান্ডমাস্টার এবং আন্তর্জাতিক মাস্টার
- দাবা খেলার নিয়ম সমূহ
- দাবা টুর্নামেন্টের নিয়ম-কানুন
- দাবার নোটেশন কী?
কীভাবে আমি দাবায় ভালো করতে পারি?
নিয়ম-কানুন এবং প্রাথমিক কর্মকৌশল জানা তো মাত্র শুরু – দাবা খেলায় জানার এত কিছু আছে যে আপনি কখনোই তা এক জীবনে শেষ করতে পারবেন না! উন্নতি করার জন্য আপনার তিনটি জিনিস করা প্রয়োজন:
- অনেক বেশি দাবা খেলুন — শুধু খেলতে থাকুন! যত বেশি সম্ভব খেলুন। আপনি প্রতিটি খেলা থেকেই শিখবেন – জিতলেও শিখবেন, হারলেও শিখবেন।
- দাবা পাঠের সাথে অধ্যয়ন – যদি আপনি সত্যিই দ্রুত উন্নতি করতে চান তবে আপনাকে কিছু অনলাইন দাবা পাঠ করা উচিত। আপনি এখানে অনলাইন দাবা পাঠ খুঁজে পেতে পারেন।
- মজা করুন — সবসময় প্রতিটি খেলা না জিতলেও নিরুৎসাহিত হবেন না। সবাই হারে – এমনকি বিশ্ব চ্যাম্পিয়নরাও। আপনি যতক্ষণ পর্যন্ত খেলা থেকে আনন্দ নিতে পারবেন এবং হেরে যাওয়া খেলাগুলো থেকে শিক্ষা নেবেন, ততক্ষণ পর্যন্ত দাবা উপভোগ করবেন!
- নিজের গেমটা চর্চা করুন ,গবেষণা করুন এবং ভুল গুলো বিশ্লেষণ করুন ,ভুল থেকে শিখুন।
দাবা খেলার বই:

দাবা খেলার বাংলা বই:
দাবা খেলার উপরে আমার প্রথম পঠিতব্য বাংলা বই হচ্ছে রানী হামিদের –দাবা খেলার আইন কানুন। আপনারাও চাইলে পড়তে পারেন এবং বাসায় বসে সংগ্রহ করতে পারেন অনলাইন সাইট rokomari.com থেকে।
মজার খেলা দাবা – রানী হামিদের -আরও একটা জনপ্রিয় বই আছে বাজারে। বইটা এতটাই জনপ্রিয় অনলাইনে এর পি ডি এফ ভার্শন খুঁজতে দেখা যায় এই নামে- মজার খেলা দাবা pdf download.
আপনারা চাইলে এই বইটাও সংগ্রহে রাখতে পারেন, ঘরে বসেই অনলাইনে অর্ডার করে এই লিংকে রকমারি শপ থেকে- মজার খেলা দাবা – রানী হামিদ।

কিংবদন্তি প্লেয়ার ববি ফিশার এর অন্য একটা বই ও আপনাদের কালেকশনে রাখতে পারেন: Bobby Fischer teaches chess.
মনোবিজ্ঞান বিষয়ক বই pdf download
দাবা বইয়ের বাইরের বইয়ের (মনোবিজ্ঞানের বই) বিষয়ে বিশেষজ্ঞ প্লেয়ারের মতামত:
“দাবার বইয়ের বাইরে মনোবিজ্ঞানের কিছু বই পড়া যেতে পারে। কীভাবে লক্ষ্য স্থির করতে হয়, লক্ষ্যে পৌঁছানোর জন্য কীভাবে ছুটতে হয়—এ বিষয়ে কোনো ভালো মনোবিজ্ঞানের বই পড়া কাজে দেবে। আমার ক্ষেত্রে অনেক কাজে দিয়েছে এটা। “
দাবা খেলার বই download pdf
দাবার বই download এর ক্ষেত্রে অনলাইনে দাবা খলোর আইন কানুন pdf download search query বেশি মনে হলো। আসলে দাবার প্রাথমিক নিয়ম ও বইগুলোর ব্যপারে পাঠকদের আগ্রহ বেশি।
দাবা খেলার নিয়ম pdf download
দাবার বেসিক নিয়ম সংক্রান্ত বেশ কিছু pdf হয়তো আপনি অনলাইনে খুঁজলে পাবেন। আমি আমার সম্পূর্ন কন্টেনটা ’দাবা খেলার নিয়ম pdf download’ নামে, যাতে Free download করতে পারেন, তাই Add to Cart করার ব্যবস্থা রেখেছি।
দাবা খেলার সফটওয়্যার :
অনেক দাবা ব্যক্তিত্বের প্রিয় চেসবেজ (chessbase.com)। এখানে প্রায় ৫০ লাখের বেশি খেলার ডেটাবেজ রয়েছে। Computer ও স্মার্টফোন দুই জায়গায়ই এটি ফ্রি ডাউনলোড করে নেওয়া যায়। ওই ওয়েবসাইটে গেলেই পাবেন। আর খেলার জন্য চেজবেজেরই ইঞ্জিন playchess.com। এটাও ডাউনলোড করে নেওয়া যায়। এরপর আপনি খেলতে পারবেন চাইলে Computer er সঙ্গে।
আমি অনলাইনের এই সাইটে প্রায় খেলি: chess.com.
আমার ব্যক্তিগত প্রোফাইল রেফারেন্স এটি: mhossain_sadid
দাবা টুনামেন্ট এবং পুরষ্কার জেতা :
শেষ কোনো টুনামেন্টে অংশগ্রহন এবং পুরষ্কার জেতা ২০১২ ইং তে। পুরষ্কার জেতা আর সেটা যদি হয় প্রথম তাতে তো ভালোলাগা থাকবেই। তাই ক্রেষ্টের ছবি দেয়ার লোভ সংবরন করতে পারলাম না।

দাবা খেলার কৌশল pdf :
ওপেনিং গেম : প্রাথমিক পর্যায়ের কিছু ওপেনিং ভিন্নতা জানা থাকলে টুনামেন্টে এগিয়ে থাকার পাশাপাশি সময় থাকবে মিডল ও এন্ডিং চালে চিন্তা করার।
মিডল গেম: আপনাকে পজিশন বিচার করা জানতে হবে, বুজতে হবে প্রতিপক্ষ তুলনায় আপনার বোর্ডের অবস্থান ভাল কি মন্দ?
এন্ডিং গেম: এখানেও কিছু অভিজ্ঞতা আর প্রচুর টুনামেন্ট ও গেম খেলার দরকার পড়বে। যা আপনাকে প্রতিপক্ষ থেকে এগিয়ে রাখবে। অনেক সময় নিশ্চিত পরাজিত গেমও আপনি জিতে জেতেও পারেন। শুধুমাত্র অভিজ্ঞতা এক্ষেত্রে আপনাকে জিতিয়ে দিতে পারে।
দাবার সর্বোচ্চ খেতাব এবং রেটিং পদ্ধতি:
দাবার সর্বোচ্চ খেতাব হল গ্র্যান্ডমাস্টার। এর সর্বোচ্চ খেতাবের ধাপগুলো একটু দেখে নেয়া যাক।
- দাবার সর্বোচ্চ সংস্থা ‘ফিদে’ রেটিং এর জন্য এলো (ELO) সিস্টেম অনুসরণ করে। এই রেটিং অনুসারে কোনো দাবাড়ুর রেটিং ২২০০ পয়েন্টের বেশী হলে তাকে ক্যান্ডিডেট মাস্টার (CM) বলা হয়। ২০১৯ সালের মার্চ পর্যন্ত বিশ্বে ক্যান্ডিডেট মাস্টারের সংখ্যা ১৬৫৫.
- যখন কোনো দাবাড়ুর রেটিং ২৩০০ বা এর বেশী হয়ে যায়, তখন তাকে ফিদে মাস্টার (FM) খেতাব দেয়া হয়। ২০১৯ সালের মার্চ পর্যন্ত বিশ্বে ফিদে মাস্টারের সংখ্যা ৭৮৯২.
- এরপর থেকে খেতাব পাওয়াটা একটু জটিল হতে থাকে। আগে শুধু রেটিং পয়েন্টের ভিত্তিতেই একজন দাবাড়ু ক্যান্ডিডেট মাস্টার বা ফিদে মাস্টার খেতাব পেলেও এর পরের খেতাব, অর্থাৎ ইন্টারন্যাশনাল মাস্টার (IM) এর জন্য তাকে নর্ম (norm) লাভ করতে হয়।
- মোটামুটিভাবে নর্ম হল একটি টুর্নামেন্টের সেরা পারফর্মেন্স। প্রত্যেকটি টুর্নামেন্টে একজন দাবাড়ুর একটি পারফর্মেন্স রেটিং থাকে। শুধু এই টুর্নামেন্টে তিনি কত রেটিংধারী দাবাড়ুর মত খেলেছেন, সেটিকেই বলা হয় পারফর্মেন্স রেটিং।
- ইন্টারন্যাশনাল মাস্টার এর খেতাব অর্জন করতে হলে IM এবং গ্র্যান্ডমাস্টাররা আছেন এমন টুর্নামেন্টে মোট তিনটি নর্ম লাভ করতে হয়।
- তৃতীয় নর্ম অর্জন করার পরে তাকে আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল মাস্টার খেতাব দেয়া হয়। সাধারণত ২৪০০-২৫০০ রেটিংধারীরা IM খেতাব পেয়ে থাকেন। তবে এর কিছু ব্যত্যয় ঘটে থাকে। যেমন ২৫০০ রেটিং পার করে গেছেন অথচ গ্র্যান্ডমাস্টার হননি এমন ইন্টারন্যাশনাল মাস্টার আছেন।
- আবার অনেক সময় কোনো টুর্নামেন্টে বিশেষভাবে ভালো করলে (যেমন বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে রানার আপ হলে) তাকে সরাসরি ইন্টারন্যাশনাল মাস্টারের খেতাব দিয়ে দেয়া হয়। এ বছরের মার্চ পর্যন্ত বিশ্বে ইন্টারন্যাশনাল মাস্টারের সংখ্যা ৩৬৪৯.
- দাবার সর্বশেষ এবং সর্বোচ্চ আনুষ্ঠানিক খেতাব হল গ্র্যান্ডমাস্টার (GM). ২৫০০ এর বেশী রেটিং এবং এর সাথে অন্যান্য গ্র্যান্ডমাস্টার আছেন এমন বিভিন্ন টুর্নামেন্টে তিনটি নর্ম লাভ করলে তাকে গ্র্যান্ডমাস্টার খেতাব দেয়া হয়। এটি একজন দাবাড়ুর জন্য সর্বোচ্চ সাধারণ খেতাব।
- অবশ্য কিছু বাড়তি অনানুষ্ঠানিক খেতাব রয়েছে। যেমন ২৭০০ এর বেশী রেটিং হলে তাঁদের সুপার গ্র্যান্ডমাস্টার বলা হয়। ২০১৯ সালের মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী বিশ্বে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা ১৬১২.
ঠিক ১২ বছর ৭ মাস বয়সে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব লাভ করেন রাশিয়ান গ্র্যান্ডমাস্টার সার্গেই কারইয়াকিন।
সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশসমূহ দাবাড়ুদের দেশ হিসেবে চিহ্নিত। সাধারণতঃ গণিতে অভিজ্ঞরাই দাবা খেলায় উন্নতি করতে পারে বলে বিজ্ঞানীরা দাবী করে থাকেন। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যে, এ খেলায় নারীদের তুলনায় পুরুষদের অংশগ্রহণের হার খুব বেশি। শতকরা ৯৮ জন পুরুষ দাবা খেলায় অংশ নেন; যেখানে নারীদের অংশগ্রহণ মাত্র ২%। লিঙ্গ ভেদে তাই দাবায় আরেকটি রেটিং খেতাব চালু আছে: নারী আন্তর্জাতিক মাস্টার(WIM)।
বাংলাদেশে ৫ জন গ্র্যান্ডমাস্টার, ৩ জন আন্তর্জাতিক মাস্টার, ১৪ জন ফিদে মাস্টার, ২ জন নারী আন্তর্জাতিক মাস্টার মে, ২০২০ পর্যন্ত বাংলাদেশ দাবা ফেডারেশন সাইটে দেখা যাচ্ছে। নিচে প্লেয়ার ডিটেলস ছক আকারে দেয়া হলো।
দাবা ব্যক্তিত্ব
বাংলাদেশে দাবা খেলার পথিকৃৎ হিসেবে আছেন কাজী মোতাহার হোসেন। তাকে স্মরণ করেই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা নিয়মিত অনুষ্ঠিত হয়।
কয়েকজন গ্র্যান্ডমাস্টার এবং আন্তর্জাতিক মাস্টার
নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান,রাণী হামিদ ও রিফাত বিন সাত্তার (বাংলাদেশ); বিশ্বনাথন আনন্দ (ভারত); ববি ফিশার ও নাইজেল শর্ট (ইংল্যান্ড), কাসপারভ ও কারপভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন), ম্যাগনাস কার্লসেন (নরওয়ে)। দাবা খেলায় স্বনামধন্য ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক মাস্টারদের খোঁজ করতে গিয়ে নিচের ডাটাগুলো আমার চোখে পড়ে। আপনারাও চাইলে চোখ বুলিয়ে নিতে পারেন, অরিজিনাল সোর্স দেয়া আছে, আপডেট চেক করতে পারেন মাঝে মাঝে।



প্রাথমিক পর্যায়ে দাবা গেম শুরুর জন্য যে নিয়ম সমূহ প্রয়োজনীয়:
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা দাবা, এটা শেখা শুরু করা কখনই দেরির ব্যাপার নয়! খেলার নিয়মকানুন অনেক সহজ
- দাবার বোর্ড সেট-আপ যেভাবে করতে হয়
- যেভাবে দাবার ঘুঁটি চলে
- দাবার বিশেষ নিয়মগুলো আবিষ্কার করুন
- দাবায় প্রথম কে চালে তা আবিষ্কার করুন
- কীভাবে দাবায় জিততে হয় সেই নিয়মগুলো পর্যালোচনা করুন
- মৌলিক দাবার স্ট্রাটেজি নিয়ে পড়ুন
- অনেক বেশি গেম খেলে অনুশীলন করুন
দাবা টুর্নামেন্টের নিয়ম-কানুন দিয়ে যেভাবে খেলতে হয়।
অনেক টুর্নামেন্টে সাধারণ ও একই রকম কিছু নিয়ম অনুসরণ করা হয়। বাসায় বা অনলাইনে খেলার ক্ষেত্রে এই নিয়মগুলো সাধারণত মানা হয়না, কিন্তু আপনি সেগুলো যেকোনো উপায়ে অনুশীলন করতে চাইতে পারেন।
- স্পর্শ-চাল– যদি কোনো খেলোয়াড় তার নিজের কোনো গুটি ধরেন, তাহলে তাকে ঐ গুটিই চালাতে হবে যদি কোনো বৈধ চাল থাকে। যদি একজন খেলোয়াড় তার প্রতিপক্ষের কোনো গুটি ধরেন তাহলে তাকে ঐ গুটি খেতে হবে। যদি কোনো খেলোয়াড় বোর্ডে সমন্বয় করার জন্য গুটি ধরতে চান, তাহলে তার ইচ্ছার কথা ঘোষণা দিয়ে নিতে হবে, সাধারণত ধরার আগে “সমন্বয়” বলে।
- ঘড়ি ও সময়ের মানদণ্ড: অধিকাংশ টুর্নামেন্টে ঘড়ি ব্যবহার করা হয় প্রতিটি খেলার সময় বেঁধে দেওয়ার জন্য, নির্দিষ্ট চালের সময় মাপার জন্য জন্য নয়। প্রত্যেক খেলোয়াড়কে পুরো খেলা শেষ করার জন্য সমান সময় বরাদ্দ করা হয় এবং তিনি নিজের ইচ্ছেমতো তা ব্যবহার করতে পারেন। একজন খেলোয়াড় নিজের চাল দেবার পর একটি বোতাম টিপে অথবা একটি হাতলে চাপ দিয়ে প্রতিপক্ষের ঘড়ি সচল করে দেন। যদি কোনো খেলোয়াড়ের নির্দিষ্ট সময় শেষ হয়ে যায় এবং তার প্রতিপক্ষ সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন, তাহলে যার সময় শেষ হয়ে গেছে তিনি পরাজিত হবেন (এক্ষেত্রে তার প্রতিপক্ষের কাছে কিস্তিমাত করার মতো যথেষ্ট গুটি থাকতে হবে, নইলে খেলাটি ড্র হবে)।
দাবার নোটেশন কী?
দাবা খেলায় চালগুলো লিখে রাখার জন্য বিভিন্ন নোটেশন-পদ্ধতি আছে। সবচেয়ে প্রচলিত বীজগাণিতিক নোটেশন। এই পদ্ধতি ফিদের অফিশিয়াল নোটেশন-পদ্ধতি। অফিশিয়াল খেলায় খেলোয়াড়কেই প্রতিটি চাল লিখে রাখতে হয় এ পদ্ধতিতে।নোটেশনটি আবিষ্কার করা হয়েছিল যাতে আমরা তাদের খেলার পরে দাবা গেমগুলির বিশ্লেষণ করতে পারি। ধন্যবাদ, আমরা পুরো খেলাটি লিখিতভাবে নিবন্ধন করতে পারি এবং যত তাড়াতাড়ি আমরা চাই তা পুনরুত্পাদন করতে পারি। আমাদের অবশ্যই আমাদের পদক্ষেপগুলি এবং আমাদের প্রতিপক্ষের পদক্ষেপগুলি সঠিকভাবে লিখতে হবে।প্রতিটি স্কোয়ার একটি সমন্বয় আছে এবং প্রতিটি টুকরা একটি প্রাথমিক দ্বারা উপস্থাপিত হয় (নাইট জন্য এন(N), বিশপ জন্য বি(B), রানী জন্য (Q), Rook জন্য (R), এবং রাজা জন্য কে(K)।
……..আরও আসছে ……..